English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৬ ১৫:৩৭

খুলনায় আ. লীগ নেতাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
খুলনায় আ. লীগ নেতাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে নারীর মৃত্যু
জেড এ মাহমুদ ডন ও নিহত শিপ্রা কুন্ডু

খুলনা : খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের ওপর গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিপ্রা কুন্ডু নামে এক পথচারী নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে নগরীর দোলখোলা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জেড এ মাহমুদ ডন দোলখোলা মোড় থেকে বাসায় যাওয়ার পথে পেছন থেকে মুখোশধারী ৪/৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে ডনকে গুলি করে। এ সময় ডন মাটিতে পড়ে গেলে সে প্রাণে বেঁচে যায়। তবে তাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে পথচারী এক নারী বুকে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরেই পুলিশ ও খুলনা-২ আসনের সংসদ সদ্য মিজানুর রহমানসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। নিহত শিপ্রা কুন্ডু দোলখোলা এলাকার বাসিন্দা ও একটি ব্যাংকের ডিজিএম চিত্তরঞ্জন কুন্ডুর স্ত্রী। 

জেড এ মাহমুদ ডন দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা এ হামলা চালাতে পারে। এর আগেও তার উপর দুইবার হামলা চালায় সন্ত্রাসীরা।