English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ১১:২৩

আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

আশুলিয়া বাজার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের আশুলিয়া বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলী মোল্লা জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের পাশে তাকে বসে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। সকালে রাস্তায় তার মরদেহ পরে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, ভোরের দিকে কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছে।