English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ২০:৫৭

নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

মুজাহিদুল ইলাম সোহেল, নোয়াখালী: নাশকতার ঘটনায় থানায় একাধিক মামলায় চার্জশিট ভুক্ত আসামী হওয়ায় নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা আবুল কালাম আজাদ’কে তার দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত (অব্যহতি) দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 

বুধবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত চেয়ারম্যানের অব্যহতির আদেশের বিষয়ে একটি পত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম।

জানা গেছে, নাশকতার ৪টি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থ পরিপন্থী মর্মে সরকার মনে করে। তাই উপজেলা পরিষদ আইন ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা (সংশোধিত) এর ১৩খ (১) ধারা অনুসারে জেলার সেনবাগ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।