English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ১১:২৫

যাত্রাবাড়ীতে ২ হোটেল কর্মচারী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে ২ হোটেল কর্মচারী দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীতে চুলায় আগুন ধরানোর সময় দুই হোটেল কর্মচারী দগ্ধ হয়েছেন। আজ বুধবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মোরস্থ মায়ের দোয়া হোটেলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আমির (১৯) ও হাসান (২৮)। 

জানা যায়, মায়ের দোয়া হোটেলে কয়লায় কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর সময় তাদের শরীরে আগুন ধরে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।   ঢামেক পুলিশ বক্স এর উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।