English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ২৩:৫০

প্রোফাইল পিকচারে বিজয় দিবস

অনলাইন ডেস্ক
প্রোফাইল পিকচারে বিজয় দিবস

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে এই দিনে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই দিন আমরা পেয়েছিলাম কাঙ্খিত স্বাধীনতা। তাই দিবসটি আমাদের গর্বের দিন, আনন্দের দিন।  

মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যবহারকারীরা প্রোফাইল পিকচার অনেকেই লাল-সবুজের রঙ্গে রাঙ্গিয়েছেন। বেশিরভাগ মানুষই প্রোফাইল পিকচারে ‘এ প্রাণ আমার বাংলাদেশ’,  ‘বিজয়ের ৪৫ বছর’,  ‘বিজয় দিবস ২০১৬’ এবং ‘মেইড ইন বাংলাদেশ’ শীর্ষক নানা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এনেছেন লাল সবুজের চেতনা।

গত কয়েকদিন ধরেই ফেসবুকে মেসেজ দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তনের বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এ ব্যাপারে ব্যাপক সাড়া পড়েছে। প্রায় সবাই তাদের নিজেদের প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন।