English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ২২:৪৭

তামিম চৌধুরীসহ তিন জঙ্গির লাশ দাফন

নিজস্ব প্রতিবেদক
তামিম চৌধুরীসহ তিন জঙ্গির লাশ দাফন

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টের হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গির লাশ বৃহস্পতিবার বিকেল জুরাইন কবর স্থানে দাফন করা হয়েছে। এর আগে লাশগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর পক্ষে পরিদর্শক আলমগীর সিদ্দিক আঞ্জুমান মফিদুল ইসলামের কাকরাইল শাখার ডিউটি অফিসার রুহুল আমীনের কাছে লাশ তিনটি হস্তান্তর করেন। রুহুল আমীন বলেন, অজ্ঞাত হিসেবে তিনটি লাশ গ্রহণের পর সেগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।

গত ২৭ আগস্ট সকালে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার নুরুদ্দিন মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। ‘অপারেশন হিট স্ট্রং ২৭’ নামের ওই অভিযানে গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ কানাডা প্রবাসী তামিম চৌধুরী, মানিক ও ইকবাল নামে তিন জঙ্গি নিহত হয়।  নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছিল। কেউ লাশ নিতে না আসায় আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে সেগুলো হস্তান্তর করা হয়েছে।