English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১১:০৮

রামপুরায় তালাবদ্ধ বিস্কুটের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক
রামপুরায় তালাবদ্ধ বিস্কুটের দোকানে আগুন

রাজধানীর রামপুরায় তালাবদ্ধ একটি বিস্কুটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ১০ মিনিটের মাথায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ১৩৮/১, সুরুচি ফাল্গুনী হাউজের নিচতলায় এই দোকানে হঠাৎ করেই আগুন লাগে।   বাসাটির নিরাপত্তা প্রহরী আব্দুল জলিল (৪৫) জানান, হঠাৎ করেই দোকানের ভেতর থেকে ধোঁয়া আসতে শুরু করে। তা দেখে স্থানীয়রা দোকানের তালা ভেঙে পানি দেন। পরে ফায়ার সাভিসে খবর দেয়া হলে তারা এসে ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।    বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লেগেছিল বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।