English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৬ ১৪:০৮

শাহজাহানপুরে বস্তিতে অগ্নিকাণ্ডে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
শাহজাহানপুরে বস্তিতে অগ্নিকাণ্ডে যুবক নিহত

রাজধানীর গুলশানের শাহজাহানপুরে একটি বস্তিতে লাগা আগুনে শিপন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।শিপন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কিতাব আলীর ছেলে। 

শাহজাহানপুর থানার ওসি আব্দুল মাতুব্বর অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি জানান। ভোরে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ছাপড়া বস্তিতে আগুন লাগে। এতে একটি ঘর পুরোপুরি ও আরেকটি ঘর আংশিক পুড়ে যায়। এ সময় শিপন মিয়া অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

মরহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।