English Version
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৬ ১৪:৪৪

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কাউন্সিলর হাজী রজ্জ্বব হোসেন মোশারেফ হোসেন

অনলাইন ডেস্ক
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কাউন্সিলর হাজী রজ্জ্বব হোসেন
মোশারেফ হোসেন
 ২৬ অক্টোবর বুধবার সকাল ৮টা থেকে ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) এর আওতাধীন কর অঞ্চল ২ এর ৬ নং ওয়ার্ডে অবৈধ স্থাপনা ও কাচা বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেন কাউন্সিলর হাজী রজ্জ্বব হোসেন। 
মিরপুর ৬ নং ওয়ার্ডে অবস্থিত ৬ নং সেকশানে দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সিটি কর্পোরেশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় অবৈধভাবে দোকানপাট ও কাচা বাজার স্থাপন করে জন দূর্ভোগ সৃষ্টি করা হচ্ছিল।
এই অবস্থায় জন দূর্ভোগ লাঘবের উদ্দেশ্যে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী অবৈধ স্থাপনা ও কাচা বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই উচ্ছেদ অভিযানের আওতায় ছিল, আদর্শ বিদ্যানিকেতন স্কুল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কাউন্সিলর হাজী রজ্জ্বব হোসেনসংলগ্ন কথিত ডায়বেটিস মার্কেট, ৬ নং মসজিদ বাজার,অবৈধ ভাবে দখল করা ফুটপাত ও অবৈধ ফলের মার্কেট।
এই বিষয়ে কাউন্সিলর হাজী রজ্জ্বব হোসেন জানান, আমি ইতিপূর্বে কথিত ডায়াবেটিস মার্কেট উচ্ছেদ করার পরও কিছু দূর্বিত্তের সহায়তায় আবার এই মার্কেট পুনঃস্থাপন করা হয়। আমি আজ নিজে থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। 
আমি সকল দূর্বিত্ত ও দূর্নিতিপরায়ন লোকদের জানাতে চাই, আমি কাউন্সিলর থাকা অবস্থায় কোন ভাবেই অত্র এলাকায় জন দূর্ভোগ তৈরী করতে দিব না।