English Version
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২৮

তুরাগে পৃথক ঘটনায় নিহত ৩, আহত ৬

অনলাইন ডেস্ক
তুরাগে পৃথক ঘটনায় নিহত ৩, আহত ৬

রাজধানীর তুরাগে ৩ দিনের ব্যবধানে পৃথক ঘটনায় নিহত হয়েছে ৩ জন। আর আহত ৬ জন।

জানা যায়, গত ৭ই সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায়  তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় জনৈক আব্দুল আহাদ (সিহান) এর নির্মাণাধীন ভবনের নির্মাণ  শ্রমিক মো. সাদ্দাম শেখ (২৫), ৫ তলায় ঢালাইয়ের জন্য রড বাঁধার সময় নীচে পরে যায়, সহ কর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে  মৃত ঘোষণা করেন । ঘটনার পর থেকে ভবন মালিক পলাতক রয়েছে । উক্ত ঘটনায় নিহতের ভাই জসিম শেখ বাদী হয়ে ওই দিনই তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন ।

নিহত সাদ্দাম শেখ গাইবান্ধা জেলার, পলাশবাড়ী থানার, বালাভাবুনিয়া গ্রামের মৃত আজিল হকের ছেলে । অপর ঘটনায় গত ৮ই সেপ্টেম্বর সকাল ১০ টায়   তুরাগের চন্ডালভোগ এলাকার জনৈক আবুল কালামের নির্মাণাধীন ভবনের নির্মাণ শ্রমিক করিম (৩৫), ছাঁদে রড ওঠানোর সময় পাশেই ঝুলে থাকা বিদ্যুতের তারে রড লেগে গেলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নির্মাণ শ্রমিক করিম  ঘটনাস্থলেই নিহত হয়। এই সময় করিমকে উদ্ধারে অন্যান্য নির্মাণ শ্রমিকরা এগিয়ে আসলে অন্তত ৬ জন নির্মাণ শ্রমিক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এ ব্যাপারে নিহতের স্ত্রী শিউলি বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেছেন ।

নিহত করিম ময়মেনসিংহ জেলার, ধোবাউরা থানার, বহরভিটা গ্রামের আব্দুল আজিজের ছেলে ।  অপরদিকে গতকাল ৯ই সেপ্টেম্বর  দুপুর ২টার দিকে, তুরাগের প্রিয়াঙ্কা সিটি এলাকায়  জনৈক এ টি এম রাকিবুল সাহেবের নির্মাণাধীন ভবনের সিকিউরিটি গার্ড ইমরান  হোসেন (২০) তার প্রেমিকার সাথে মোবাইলে কথা বলার জন্য উক্ত ভবনের ৬ তলার ছাদে যায়। এবং কথা বলার এক পর্যায় অসাবধানতা বসত পা পিছলে নীচে পরে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

তুরাগ থানার এস আই মাহমুদুল হাসান  নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাস্পাতাল মর্গে প্রেরন করেন । এই রিপোর্ট  লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল ।

নিহত ইমরান হোসেন, নেত্রকোনা জেলার, বারহাট্টা থানার, শেকের পাড়া গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে ।