English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৫৩

রাজধানীতে জাল নোটসহ ব্যাংকের সাবেক কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক
রাজধানীতে জাল নোটসহ ব্যাংকের সাবেক কর্মকর্তা আটক

রাজধানীর বনশ্রী ও জুরাইন থেকে এক কোটি টাকা মূল্যের বেশি জাল নোটসহ পাঁচজনকে আটক করেছেন র‍্যাব ১ সদস্যরা। আটকদের মধ্যে রয়েছেন অগ্রণী ব্যাংকের সাবেক জুনিয়র অফিসার আবদুর রশিদসহ পাঁচজন। আটককৃতরা অন্যরা হলেন রুবিনা বেগম, ফাতেমা বেগম, দুলাল ও সরোয়ার আলম। এ সময় তাদের কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ছাড়া আটকদের কাছ থেকে এক কোটিরও অধিক সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনশ্রী ও জুরাইন এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব ১। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় র‍্যাব ১ এর কার্যালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। -