English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৬ ১১:২৯

রাজধানীতে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

অনলাইন ডেস্ক
রাজধানীতে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

 রাজধানীর ধানমন্ডিতে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, ছিনতাইকালে ধাওয়া খেয়ে পালানোর সময় গণপিটুনিতে নিহত হন ওই ব্যক্তি।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানা ও ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক বলেন, “ভোরে পল্টনের কাছে একটি চক্র ছিনতাই করছিল। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে গাড়ি নিয়ে তারা ধানমন্ডির দিকে চলে যায়।  ধানমন্ডি ৩ নম্বর সড়কে তাদের আটকে দেওয়া হলে উত্তেজিত জনতার গণধোলাইয়ে সাগর নামে এক ছিনতাইকারী গুরুতর আহত হয়। পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয় হজরত নামে আরেকজন। এসময় হজরত এবং বাশার নামে আরো একজনকে আটক করা হয়। আহত দুজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানে সাগর মারা যায়।”

নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়েছে।