English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০২

সাংবাদিক হাবীবের বিরুদ্ধে মামলা, ডিইউজ-ডিআরইউতে নিন্দা

অনলাইন ডেস্ক
সাংবাদিক হাবীবের বিরুদ্ধে মামলা, ডিইউজ-ডিআরইউতে নিন্দা

দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য শিপন হাবীবের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ শনিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে নেতারা এই মামলার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত ছাড়া তাকে কোন প্রকার হয়রানি না করার আহবান জানিয়েছেন।

তারা বলেন, একজন সাংবাদিককে অহেতুক হয়রানি করা দেশে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়। একই সঙ্গে রেলওয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে রেলওয়ের শ্রমিক নেতা ও কর্মকর্তার  দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

উল্লেখ্য রেলওয়ের দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য নিয়ে রিপোর্ট করায় ৩১ আগষ্ট ঢাকার চিফ মেট্টো পলিটান ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী রেলওয়ের জিএম আব্দুল হ্ইা, রেলমন্ত্রীর পিএস কিবরিয়া মজুমদার, মন্ত্রীর পিএ জামালউদ্দিন ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির।

রিপোর্টে নিয়োগ বাণিজ্যের সঙ্গে এই চার জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছিল। ঘটনার প্রায় দেড় মাস পর এই মামলা করা হয়। আদালত শাহবাগ ও শাহজাহানপুর থানাকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে একই ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। এ সময়ে ইউনিয়নের নেতারা হয়রানি বন্ধ না হলে রেলওয়ের বিরুদ্ধে কঠোর কর্মসূচীর দেয়ার ঘোষণা করেন।