English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ১০:২৯

‘৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ হবে’

অনলাইন ডেস্ক
‘৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য  অপসারণ হবে’

রাজধানী থেকে কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। এ লক্ষ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের উদ্যোগে সোমবার (২৯ আগস্ট) জাতীয় শোক দিবসের আলোচনায় এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি আরো বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে সিটি করপোরেশনের নির্ধারিত জায়গায় ফেলবেন। আপনাদের সহযোগিতা পেলে দ্রুত নগরবাসীর জন্য পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব। এ কাজে সবাই আন্তরিক হলে আমরা ভালো পরিবেশে ঈদ উদযাপন করতে পারব। মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মানিকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদসাহিদসহ দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।