English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ১৫:১৭

পিকআপ ভ্যানের চাপায় ট্রাফিক নিহত

অনলাইন ডেস্ক
পিকআপ ভ্যানের চাপায় ট্রাফিক নিহত

আশুলিয়া সড়কে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় লিটন ফকির (৩৯) নামে ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক এলাকায় রোববার (২৮ আগস্ট) সকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন ফকির ফরিদপুর জেলার নগরকান্দা থানার চৌশারা গ্রামের শফিক উদ্দিনের ছেলে।

সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) ফরহাদ হোসেন জানান, সকালে ট্রাফিক পুলিশের ওই সদস্য দায়িত্ব পালনে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া বাজার এলাকায় যায়। এ সময় পিছন থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে তাকে গুরুতর অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাতনামা পিকআপের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।