English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৬ ১৬:৫০

শাহজাালালে ২২৩টি সোনার বার উদ্ধার

অনলাইন ডেস্ক
শাহজাালালে ২২৩টি সোনার বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২৩টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।

বুধবার (২৪ আগস্ট) রাতে এক যাত্রীর কাছ থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। আতাউল মজিদ (৩২) নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসেরএসকিউ-৪৪৬ ফ্লাইট অবতরণের পর মজিদকে আটক করা হয়। তার বাড়ি সৈয়দপুরে।

শুল্ক কর্মকর্তারা দাবি, মজিদের কাছ থেকে উদ্ধারকৃত ২২৩টি সোনার বারের ওজন প্রায় ২৩ কেজি। আনুমানিক মূল্য সাড়ে ১১ কোটি টাকার বেশি।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি-প্রিভেন্টিভ) এমএইচ আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, মজিদ শুল্ক কর্মকর্তাদের ফাঁকি দেওয়ার জন্য হুইলচেয়ারে করে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে বিশেষভাবে তৈরি করা বেল্ট ও অন্তর্বাসের ভেতর থেকে মোট ২২৩টি সোনার বারসহ সোনার তৈরি গহনা উদ্ধারও করা হয়। যার মূল্য সাড়ে ১১ কোটি টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।