English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ০৯:৫৪

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

অনলাইন ডেস্ক
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ সামনে রেখে মঙ্গলবার (২৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাসের অগ্রিম টিকিটি বিক্রি। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিন আগে কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার ভোর ৬টা থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন কাউন্টারে উত্তরবঙ্গগামী বাস সার্ভিসগুলোর টিকিট বিক্রি শুরু হবে। প্রতিবার ঈদের ছুটি সামনে রেখে সাধারণত উত্তরবঙ্গগামী মানুষের জন্যই আগেভাবে অগ্রিম টিকিট ছাড়ে বাস সার্ভিসগুলো। পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, যশোর অঞ্চলসহ কিছু জেলার জন্যও স্বল্প পরিসরে অগ্রিম টিকেটে ব্যবস্থা করে দক্ষিণাঞ্চলের রুটে চলাচলকারী বাস সার্ভিসগুলো। এদিকে, ঈদের ছুটি সামনে রেখে সারা দেশে আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, ২৯ আগস্ট থেকে প্রতিদিন সকাল ৮টায় আগাম টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে ৪টির বেশি টিকিট দেওয়া হবে না এবং বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না।