English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ১৯:৫৩

মিরপুরে কার্পেটের দোকানে আগুন, নিহত ১

অনলাইন ডেস্ক
মিরপুরে কার্পেটের দোকানে আগুন, নিহত ১

মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে কার্পেটের দোকানে আগুনের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২২ আগস্ট) সেনপাড়া এলাকায় পদ্মা বিলাস নামে ছয়তলা ভবনের নিচতলায় সকাল সাড়ে আটটার দিকে আগুন সূত্রপাত হয়। পরে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় ওই ভবনের তৃতীয় তলা থেকে মামুন নামে এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম জানান, দোকানটিতে কার্পেট ছাড়াও পর্দা ও ফোম বিক্রি করা হতো। তবে দোকানটি পর্দা ও ফোমের শো রুম হিসেবে পরিচিত ছিল।

অগ্নিকাণ্ডের সময় ওই ভবনের তিন তলার এক ব্যক্তি অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ঘণ্টাখানেকের চেষ্টায় অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

মিরপুর থানার এসআই মো. নাসির বলেন, ভবন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।