English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ১২:৫৩

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আগুন

অনলাইন ডেস্ক
 বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আগুন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় একটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে আগুন কমপ্লেক্সের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়েছে।

রোববার (২১ আগস্ট) বেলা ১১টা ২৩ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুল ইসলাম বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

বসুন্ধরা সিটির ষষ্ঠ তলার একাধিক দোকান মালিক জানান, হঠাৎ করেই ধোঁয়া দেখতে পাই। তারপর আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। এবং তড়িঘড়ি করে নিচে নেমে আসি। অাগুনের ক্ষতি পরিমানি এখনও আন্দাজ করা যাচ্ছে না।