English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ১০:৪২

২০ হাজার বিলবোর্ড, ৭০ হাজার ব্যানার উচ্ছেদ

অনলাইন ডেস্ক
২০ হাজার বিলবোর্ড, ৭০ হাজার ব্যানার উচ্ছেদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা থেকে গত এক বছরে প্রায় ২০ হাজার অবৈধ বিলবোর্ড এবং ৭০ হাজার ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে। এখনো যেসব রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যানার-ফেস্টুন রয়ে গেছে, সেগুলো স্বেচ্ছায় সরিয়ে না নিলে সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সকালে গুলশানে সিটি করপোরেশনের নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএনসিসির মেয়র আনিসুল হক।

সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, গত বছর দায়িত্ব নেয়ার পর থেকে অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করা হয়েছে। ঢাকা এখন মোটামুটিভাবে অবৈধ বিলবোর্ডমুক্ত। সম্প্রতি উচ্চ আদালতের এক নির্দেশের পর সিটি করপোরেশনের অবস্থান আরও কঠোর হয়েছে। নির্দেশ পাওয়ার পর থেকে আরও ২০০ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, চার বছর আগে হাইকোর্ট এক আদেশে বিভিন্ন ব্যক্তিগত ও পাবলিক স্থাপনায় অবৈধ ও বেআইনিভাবে স্থাপিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, দেয়াল লিখনসহ সব প্রচারণা উপকরণ অপসারণে ঢাকা সিটি করপোরেশনকে (উত্তর ও দক্ষিণ) সময় দেওয়া হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট হাইকোর্ট আরেক আদেশে ঢাকার দুই সিটি করপোরেশন সেসব অপসারণে কোনো পদক্ষেপ নিয়েছিল কি না, তা জানতে চায়। আগামী সোমবারের মধ্যে দুই সিটি করপোরেশনকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বাস্তবায়নের তথ্য জমা দিতে বলা হয়েছে।

সোমবার আদালতের আদেশের জবাব দেবেন জানিয়ে মেয়র বলেন, এখনো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন টাঙ্গাচ্ছেন। এটাকে আর প্রশ্রয় দেয়া হবে না। তারা স্বেচ্ছায় সেসব সরিয়ে না ফেললে উচ্ছেদ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।