English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৬:২২

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন টাস্কফোর্স কমিটি গঠন

অনলাইন ডেস্ক
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন টাস্কফোর্স কমিটি গঠন

ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন টাস্কফোর্স কমিটি গঠিত হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব নুরুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৯০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা কমিটি একটি সুপারিশ প্রণয়ন করবে। সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। কমিটিতে দুই সিটি করপোরেশন (ঢাকা উত্তর ও দক্ষিণ), রাজউক, ওয়াসা, ঢাকা জেলা প্রশাসন, পরিবেশ মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রনালয়, বিসিক, বিআইডব্লিউটিএ, জাতীয় নদী কমিশন, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান এসব জানান। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, ঢাকা সিটি করপোরেশন উত্তর, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ওয়াসা এবং ঢাকা দক্ষিণের কোনও প্রতিনিধি উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নৌ-পরিবহনমন্ত্রী।

জেডএম