English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৬ ১৪:০৬

‘গ্যাসের মূল্যবৃদ্ধি সবকিছুতে প্রভাব ফেলবে’

অনলাইন ডেস্ক
‘গ্যাসের মূল্যবৃদ্ধি সবকিছুতে প্রভাব ফেলবে’

সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেছেন, গ্যাসের দাম বাড়লে পরিবহনের ভাড়া বাড়বে। এতে পণ্যমূল্য থেকে শুরু করে সবকিছুর ওপর প্রভাব পড়বে। গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে নাগরিক জীবনের সবকিছুর ব্যয়ই বেড়ে যাবে। 

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে জনগণের মতামত জানার নিমিত্তে’ গণস্বাক্ষর কর্সূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘গ্যাসের মূল্য না বাড়িয়েও কিভাবে উৎপাদন, বিতরণ, বিপণন ও ক্রয়ে সমন্বয় সাধন করা যায় এবং জনসাধারণকে ভোগান্তিতে না ফেলে এর সমাধান করা যায় সে ব্যাপারে ভাবুন।’

তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারতেও আমদানিকৃত এলএমজিতে সরকার প্রায় ৪০০ টাকা ভর্তুকি দিচ্ছে। অথচ আমাদের নিজস্ব সম্পদ থাকতেও কেন উচ্চমূল্যে এই গ্যাস কিনতে হবে? বিষয়টি খুবই দুঃখজনক।’

সিপিবি নেতা বলেন, ‘জনসাধারণকে ভোগান্তিতে ফেলতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।’ গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান প্রিন্স।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বিভিন্ন সুপারিশ তুলে ধরে বলেন, ‘গণপরিবহন ও ব্যক্তি পরিবহনের জন্য আলাদা সিএনজির দাম নির্ধারণ করতে হবে। গ্যাস বিক্রিতে ৫৫% শুল্ক ও ভ্যাট কমিয়ে আনতে হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতি ও অপচয় রোধ করলে জ্বালানি খাতের মূল্য বৃদ্ধি না করেও ব্যাপক উন্নতি সাধান করা সম্ভব।’