English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৬ ১৩:১৫

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৬ আগস্ট

অনলাইন ডেস্ক
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৬ আগস্ট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামী ২৬ আগস্ট।

সোমবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত বাস ম্যানেজারদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য মো. সালাউদ্দিন। মঙ্গলবার তিনি বলেন,  সোমবার বাস ম্যানেজারদের বৈঠকে ২৬ আগস্ট থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে এ সিদ্ধান্তে সমর্থন জানায় বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ২৬ আগস্ট থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু হবে।

তবে অন্যান্য জেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।