English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৬ ১৯:২১

সেই ইলিশ নিয়ে গণভবনে কোরবান আলী

অনলাইন ডেস্ক
সেই ইলিশ নিয়ে গণভবনে কোরবান আলী

ভোলার মনপুরার মেঘনা নদীতে বুধবার বিকেলে ধরা পড়া ৩ কেজি ২০০ গ্রাম ওজনের সেই ইলিশ মাছ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে গণভবনে প্রবেশ করেছেন ক্রেতা কোরবান আলী বেপারী। শুক্রবার সাড়ে ১২টার দিকে তিনি গণভবনের সামনে পৌঁছান। বৃহস্পতিবার মনপুরা থেকে লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন কোরবান আলী। এর আগে বুধবার বিকেলে স্থানীয় জেলে আক্তার মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। ওইদিন সন্ধ্যায় তিনি ৩ কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি বিক্রির জন্য রামনেওয়াজ ঘাটে নিয়ে আসেন। ইলিশটি দেখার পর মাছ ব্যবসায়ীসহ উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পড়ে যায়। পরবর্তী সময়ে আলমগীর মেম্বারের আড়তে মাছটি নিয়ে গেলে নিলামে ১২ হাজার ২০০ টাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য কিনে নেন কোরবান বেপারী।