English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১২:৩২

বাংলামেইল বন্ধ: মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
বাংলামেইল বন্ধ: মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল২৪ডটকমের মালিক, সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করা হয়েছে।

র‌্যাব-৩ এর সদস্য শাহ আলম বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় সোমবার (৮ আগস্ট) রাতে এ মামলা করেন। পল্টন থানার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নিউজ পোর্টালটির মালিক ফজলুল আজিম, ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিউজরুম এডিটর প্রান্ত পলাশকে আসামি করে সোমবার রাতে মামলা করা হয়। এখন বিষয়টি আইনী প্রক্রিয়ায় তদন্ত করা হবে।

এর আগে, গুজব ছড়ানোর অভিযোগে রোববার রাতে বাংলামেইল২৪ডটকমের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব।

আটক করা হয় পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিউজরুম এডিটর প্রান্ত পলাশকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর গুজবে তাদের সম্পৃক্ততা পাওয়ার পর আইনী পদক্ষেপ গ্রহণ করে র‌্যাব।