English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৭:১৪

বঙ্গবন্ধু মেডিকেলের ৪ কর্মচারির কারাদণ্ড

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু মেডিকেলের ৪ কর্মচারির কারাদণ্ড

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবদুল মজিদের গাড়িতে বোমা হামলার দায়ে হাসপাতালের ৪ কর্মচারির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকার যুগ্ম মহানগর দায়েরা জজ প্রথম আদালতের বিচারক মাসুদ পারভেজ এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রফিক হাওলদার, হারুন মৃধা, বাবুল মৃধা ও আসাদ।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানী রূপসী বাংলা হোটেলের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের সাবেক পরিচালকের গাড়িতে (ঢাকা মেট্রো-গ-২৭-০৫৬৭) বোমা ছুড়ে মারে এই চারজন।

এ ঘটনায় শাহবাগ থানায় বিস্ফোরক আইনে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।