English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১১:৫২

গাড়ি ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার

অনলাইন ডেস্ক
গাড়ি ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার

ঢাকার তেজগাঁও এলাকা থেকে গাড়ি ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলি ও চোরাই গাড়ি উদ্ধার করা হয়।

সোমবার (২ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি জানান, একটি গাড়ি চোরাই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।