English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৭:০৮

পিআইবি’র ডিজি শাহ আলমগীরের মেয়াদ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
পিআইবি’র ডিজি শাহ আলমগীরের মেয়াদ বৃদ্ধি

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরের চুক্তির মেয়াদ আরো ২ বছর বৃদ্ধি করেছে সরকার।

চুক্তির মেয়াদ বৃদ্ধি করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। গত ৭ জুলাই থেকে মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।

শাহ আলমগীর ২০১৩ সালের ৪ জুলাই চুক্তিভিত্তিক পিআইবির মহাপরিচালক (ডিজি) হিসেবে এক বছরের জন্য নিয়োগ পান। এরপর ২০১৪ সালের ১৬ জুলাই তার চুক্তির মেয়াদ ২ বছর বৃদ্ধি করে সরকার।

কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ, সাংবাদিকতা সম্পর্কিত গবেষণা ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে থাকে পিআইবি।