English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৬:৪০

মতিঝিলের আবাসিক হোটেলে তরুণিকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
মতিঝিলের আবাসিক হোটেলে তরুণিকে ধর্ষণ

রাজধানীর মতিঝিলে এক আবাসিক হোটেলের কক্ষে তরুণিকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (৩১ জুলাই) দুপুরে পুলিশ মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যায়। এ ঘটনায় ইউনুস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ঢামেকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসেন মতিঝিল থানার কনস্টেবল রাবেয়া আক্তার। এ সময় ওই মেয়েটিকে অসুস্থ দেখাচ্ছিল।

মেয়েটি জানান, তার বাড়ি হবিগঞ্জের বাহুবলি গ্রামে। প্রতিবেশী যুবক ইউনুস তাকে বিদেশে পাঠানোর কথা বলে শনিবার রাতে ঢাকায় নিয়ে আসে এবং মতিঝিল এলাকায় একটি আবাসিক হোটেলে একটি কক্ষে ওঠে।

রাতে ইউনুস তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে হোটেলের লোকজন আসে। এসময় ইউনুস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে লোকজন।