English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৫:৫৮

ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর জিতারমোড় এলাকায় ছাদ থেকে পড়ে শফিউল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যূ হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে কাশিমপুর জিতারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিউল নীলফামারী সদর থানার ফুলপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, সকাল ১১টার দিকে শফিউল কাশিমপুর জিতার মোড় এলাকায় ব্লু ফিয়েশন কারখানার নির্মাণাধীন পাঁচতলা ভবনের উপর রড তোলার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ চক্রবর্তী পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।