English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১৮:২০

তাজ মঞ্জিলের মমতাজকে ২ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
তাজ মঞ্জিলের মমতাজকে ২ দিনের রিমান্ড

ভাড়াটিয়াদের তথ্য গোপনের অভিযোগে আটক কলাণপুরের তাজ মঞ্জিল (জাহাজ) বাড়ির মালিক মমতাজ বেগমকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৭ জুলাই) তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার উপ-পরিদর্শক বজলার রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার তাকে আটক করা হয়।

মঙ্গলবার ভোরে এই জাহাজ বাড়ির পঞ্চম তলায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ ‘জঙ্গি’ নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা ৯ ‘জঙ্গি’ মারা যায় গুলিতে।

কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জঙ্গি আস্তানা তাজ মঞ্জিল এখনো নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ। বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, ৫৩নং বাড়ি তাজ মঞ্জিলের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাসার প্রবেশ পথেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাড়িটি খোলা হবে না বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির।