English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১৭:২১

কল্যাণপুরের ৯ জঙ্গিই গুলিতে নিহত

অনলাইন ডেস্ক
কল্যাণপুরের ৯ জঙ্গিই গুলিতে নিহত

কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে নিহত ৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ময়নাতদন্ত শেষে বুধবার (২৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, ৯ জনই গুলিতে মারা গেছেন।

কল্যাণপুরে নিহত ৯ জনের লাশের ময়নাতদন্ত সাড়ে ১১টায় শুরু করে দেড়টায় সম্পন্ন করি।

প্রত্যেকের শরীরেই গুলির চিহ্ন রয়েছে এবং ৪ জনের শরীর থেকে মোট ৭টি গুলি বের করা হয়েছে। তাদের মধ্যে একজনের শরীর থেকে তিনটি, ৩ জনের শরীর থেকে দুটি গুলি বের করা হয়েছে।

সুরতহাল রিপোর্টে সবাইকেই অজ্ঞাতপরিচয় হিসেবে গ্রহণ করি। বেশির ভাগ পেছন দিক থেকে গুলি করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবার বিকেল ৫ টায় আমরা লাশ গ্রহণ করি। লাশ গ্রহণের ১২ ঘণ্টা আগেই তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীর থেকে ডিএনএ ও কোনো শক্তিবর্ধক ওষুধ খেয়েছিল কিনা তা পরীক্ষার জন্য চুল, রক্ত এবং থাই মাসেল সংগ্রহ করে রাখা হয়েছে।

আগের ৬ জঙ্গির বিষয়টি মাথার রেখে ভিসেরাগুলো এমনভাবে সংগ্রহে রেখেছি যেন যে কোনো সংস্থা চাইলেই তা প্রেরণ সম্ভব হয়।