English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৫:১৩

নিহত ৮ জঙ্গির পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক
নিহত ৮ জঙ্গির পরিচয় মিলেছে

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত ৯ জনের মধ্যে থেকে ৮ জনের পরিচয়  জানা গেছে। সোমবার অভিযানে সময় রাত সাড়ে ১২টার দিকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সেই যুবকই এই আট জনের পরিচয় জানিয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের সূত্র।

নিহতদের নাম, রবিন, অভি, আতিক, সোহান, ইমরান, তাপস, ইকবাল এবং সাব্বির। তবে গুলিবিদ্ধ যুবক একজনের পরিচয় দিতে পারেনি।

পুলিশের আইজি এ কে এম শহীদুল হক মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় সাংবাদিকদের জানান, হাসান (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে অভিযানের সময় রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিংয়ের চার তলা থেকে দুই যুবক লাফিয়ে পড়ে। পড়ে পুলিশের গুলিতে তারা আহত হয়।

মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবকের মাথায় ও পায়ে গুলি লেগেছে।