English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৫:০১

জঙ্গি আস্তানায় পুুলিশের অভিযান, নিহত ৯

অনলাইন ডেস্ক
জঙ্গি আস্তানায় পুুলিশের অভিযান, নিহত ৯

ঢাকার কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় পুুলিশ অভিযান চালিয়েছে। এসময় গোলাগুলিতে নিহত ৯ জন। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, সোমবার মধ্যরাতের পর পুলিশ ও র‌্যাবের প্রাথমিক অভিযান শুরু হয়। পরে সোয়াট বাহিনীর নেতৃত্বে 'অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স' নামে মূল অভিযান মঙ্গলবার (২৬ জুলাই) ভোর ৫.৫০ টা শুরু হয়ে প্রায় এক ঘণ্টা চলে। অভিযানের পর মঙ্গলবার ভোরে সেখানে ৯ জনের লাশ পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ওই ভবন থেকে জিহাদি বই, বোমা ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মিরপুর থানার ওসি মাহবুব হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে জঙ্গিবিরোধী ওই অভিযান শুরুর ঘণ্টা দেড়েক পর রাত ২টার দিকে শীর্ষ কর্মকর্তাদের ডেকে ওই সড়কে আরো পুলিশ মোতায়েন করতে বলা হয়। অভিযানের শুরুতে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে কল্যাণপুরের গার্লস হাই স্কুলের পাশে তাজ মঞ্জিল ভবনে ঢোকার চেষ্টা করলে পাঁচ তলার আস্তানা থেকে কয়েকজন জঙ্গি নেমে এসে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে গুলি ছুড়তে শুরু করে বলে জানান ওসি। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলির মধ্যে এক জঙ্গি আহত হয়। হাসান নামে ২৪ বছর বয়সী ওই তরুণকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।