English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ১১:২৬

ধানমণ্ডিতে ড্রাইভারকে রাস্তায় ফেলে পুলিশের মারধর, ভিডিও ফেসবুকে

অনলাইন ডেস্ক
ধানমণ্ডিতে ড্রাইভারকে রাস্তায় ফেলে পুলিশের মারধর, ভিডিও ফেসবুকে

ধানমণ্ডিতে পুলিশের অমানবিক নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রাজধানীর ধানমণ্ডি ৪ এলাকার কেএফসির সামনে থেকে ধারণ করা এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন গাড়িচালককে কিভাবে অমানবিক নির্যাতন করছে একজন পুলিশ সার্জেন্ট। তার অপরাধ ভুল স্থানে গাড়ি পার্কিং করা। জানা গেছে, পুলিশ সার্জেন্টের নাম মেহেদী। উপস্থিত কয়েকজন পুলিশের এই অন্যায় আচরণের প্রতিবাদ করলে পরে তাকে কন্ট্রোল রুমে নিয়ে আরও বেধড়ক মারপিট করে পুলিশ। প্রত্যক্ষদর্শী বাদশা জানান, গতকাল শনিবারের ঘটনা। প্রথমে মেহেদী নামের ওই পুলিশ সার্জেন্ট অবৈধ পার্কিং-এর অভিযোগ তুলে তার কাছে টাকা দাবি করে। পরবর্তীতে ড্রাইভার টাকা না দিয়ে মামলা দিতে বলে। এতে ক্ষেপে যায় সার্জেন্ট মেহেদী। ভিডিওতে দেখা যায়, ওই গাড়িচালককে প্রথমে চড়-থাপ্পর, ঘুষি মারতে থাকে। মারতে মারতে একপর্যায়ে রাস্তায় ফেলে অমানবিকভাবে পায়ের বুট দিয়ে মাথায় লাথি মারতে থাকে। এ দৃশ্য দেখে আশপাশের মানুষ এগিয়ে এলে তাকে কন্ট্রোল রুমে নিয়ে বেধড়ক পেটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।