English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ১৭:২২

৩ কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ জব্দ, মালিক কে?

অনলাইন ডেস্ক
৩ কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ জব্দ, মালিক কে?

তিন কোটি টাকা শুল্ক ফাঁকি ও ভুল তথ্য দিয়ে নিবন্ধন করায় রাজধানীর মিরপুর থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। গতকাল সোমবার রাতে মিরপুরের দারুস সালামের ১৬/এ নম্বর বাসার নিচতলার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। অধিদপ্তরের উপপরিচালক শরিফ আল হাসান একটি জাতীয় দৈনিক পত্রিকাকে এ কথা জানিয়েছেন। অবশ্য গাড়িটি জব্দ করা হলেও এর মালিককে আটক করা যায়নি। অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাড়িটির মালিক রোপেন নামে এক ব্যক্তি।