English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১৪:০৮

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল একজনের

অনলাইন ডেস্ক
রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল একজনের

রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুরে দুই বাস চালকের প্রতিযোগিতার বলি হলেন মাসুদ রানা (৪০) নামে এক ব্যক্তি।

রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান।

নিহত মাসুদ রানা ফরিদুপুর ভাঙ্গা উপজেলার তোতা মাতবরের ছেলে। পেশায় রংমিস্ত্রি মাসুদ রানা থাকতেন শাহজাদপুর এলাকায় একটি মেসে বলে জানান নিহত মাসুদের ভাতিজা উজ্জ্বল হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আজাদুর রহমান বলেন, রাজধানীতে চলাচলকারী এক নামধারী দুই বাসের চালক নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে গাড়ি চালাচ্ছিল। এ সময় বাসের চাপায় গুরুতর আহত হন মাসুদ রানা। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসের দুই চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।