English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৮:০৪

লিফটের নিচ গলিত লাশ

অনলাইন ডেস্ক
লিফটের নিচ গলিত লাশ

রাজধানীর কমলাপুরের একটি বহুতল ভবনের লিফটের নিচ থেকে গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্বাস টাওয়ারের লিফটের নিচ থেকে মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে জাহাঙ্গীর আলম চৌধুরীর (৭০) লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি ওই ভবনের বাসিন্দা ছিলেন। তিনি নিখোঁজ ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। 

স্থানীয়রা জানান, দক্ষিণ কমলাপুরের ১৫২/১৫৭/এ বিশ্বাস টাওয়ারের লিফটের নিচ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এরপর লোকজন জড়ো হতে থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গিয়ে লিফটের নিচ থেকে জাহাঙ্গীর আলম চৌধুরীর লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর আলম সোমবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। তিনি ব্যবসা করতেন।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, লিফটের নিচে তিনি কীভাবে গেলেন, তা এখন তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।