English Version
আপডেট : ১০ জুলাই, ২০১৬ ১৮:১৪

সহযোগী সংগঠনকে ১৫ জুলাইয়ের মধ্যে সরে যাওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক
সহযোগী সংগঠনকে ১৫ জুলাইয়ের মধ্যে সরে যাওয়ার নির্দেশ

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য সকল সহযোগী সংগঠনকে ১৫ জুলাইয়ের মধ্যে ঐ কার্যালয় ছাড়তে বলা হয়েছে। রোববার কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এই নির্দেশনা দেন।

সাংবাদিকদের মাহবুব-উল আলম হানিফ বলেন, ১৭ জুলাই কার্যালয় ভাঙা শুরু হবে। ১৫ জুলাইয়ের মধ্যে কার্যালয় ছেড়ে দিতে হবে।

এর আগে গত এপ্রিল মাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ভবনটি ৩০ মের মধ্যে খালি করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।