English Version
আপডেট : ৮ জুলাই, ২০১৬ ১৩:৩৪

না ফেরার দেশে চলে গেছে শিশু মাইশা

অনলাইন ডেস্ক
না ফেরার দেশে চলে গেছে শিশু মাইশা

না ফেরার দেশে চলে গেছে শিশু মেহনাজ হাসান মাইশা (১০)। শুক্রবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় আলাউদ্দীন মার্কেটে লিফট ছিঁড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারাত্মক দগ্ধ হয় মাইশা। তার দেহের প্রায় ৫০ শতাংশই আগুনে পুড়ে গিয়েছিল।

মাইশা মাইলস্টোন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।

মাইশার মৃত্যুর বিষয়টি ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটের চিকিৎসক ওয়াহেদ মোরশেদ এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় মাইশার পিতা মাহমুদুল হাসানও (৩৬) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এছাড়া তার ছোট ভাই মোমতাকিনের (৮ মাস) দেহের ২৩ শতাংশ পুড়ে গেছে। সে এখন ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন। তবে তার অবস্থাও আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে মাইশার মৃত্যুতে অগ্নিদগ্ধের ওই ঘটনায় মৃতের সংখ্যা ৮-এ গিয়ে দাঁড়ালো। এর আগে নিহত ৭ জনের মধ্যে ৬ জনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন- রেজাউল করিম রানা (৩২), সালমা আক্তার (৪০), কামরুন্নাহার লতা (৩০), মিজানুর রহমান (৫৩), জসিম উদ্দিন রফিক (৩৫) ও মাহমুদুল হাসান (৩৬)।