English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ০১:২৫

আজ চারলেন মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
আজ চারলেন মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ও ময়মনসিংহের সাথে রাজধানীর সড়ক পথে যোগাযোগ স্থাপনকারী দু’টি সম্প্রসারিত মহাসড়ক উদ্বোধন করবেন আজ শনিবার। খবর : বাসস

যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বোতাম টিপে দু’টি চারলেন মহাসড়কের উদ্বোধন করবেন।

২০০৬ সালে সরকার ২ হাজার ১৬৮ কোটি টাকা ব্যয়ে দাউদকান্দি টোল প্লাজা থেকে চট্টগ্রাম নগরী গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়ক সম্প্রসারণে ঢাকা-চট্টগ্রাম চারলেন মহাসড়ক প্রকল্প অনুমোদন করে। পরবর্তীতে ১৯২.৪৮ কিলোমিটার সড়কটির সম্প্রসারণ কাজে প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৮১৬ কোটি ৯৪ লাখ টাকা হয়।

অপরদিকে ময়মনসিংহ থেকে জয়দেবপুর পর্যন্ত ৮৭ কিলোমিটার মহাসড়কের চারলেনে উন্নীতকরণের ফলে ময়মনসিংহ বিভাগ ও গাজীপুর জেলা থেকে কৃষি ও শিল্পজাত পণ্য রাজধানীতে দ্রুত সড়ক পথে পরিবহনে সহজ হবে।