English Version
আপডেট : ৩০ জুন, ২০১৬ ১৫:৪১

বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ডগরমোড়া এলাকায় অবস্থিত জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

বিক্ষোভরর্ত শ্রমিকরা জানায়, গত মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকালে জালাল আহমেদ নিট কম্পোজিটের দুই শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে প্রথমে কর্মবিরতী পালন শুরু করে। পরে তারা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেয়।

বর্তমানে প্রচণ্ড গরম ও তীব্র রোদ উপেক্ষা করে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানাটির সামনে অবস্থান নিয়েছে শ্রমিকরা।

শিল্প পুলিশ-১ এর পরিদর্শক হারুনুর রশিদ বিক্ষোভ প্রসঙ্গে বলেন, শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য আমরা মালিক পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। এ ছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।