English Version
আপডেট : ৩০ জুন, ২০১৬ ১৫:৩৩

আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

অনলাইন ডেস্ক
আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

আশুলিয়ায় সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সময় বাড়ির সবাইকে হাত-পা বেঁধে নগদ তিন লক্ষ টাকা ও দশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

বুধবার (২৯ জুন) মধ্য রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরি এলাকায় সেনাবাহিনীর সাবেক সার্জেন্টস (অব.) শওকত হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির সদস্যরা জানান, রাতে তিন তলার ফ্ল্যাটের দরজায় এক যুবক কলিং বেল টিপে। এ সময় বাড়ির একজন দরজা খুলে দিলে সিঁড়ির মধ্যে লুকিয়ে থাকা ১০/১২ সদস্যের একদল ডাকাত ওই ফ্ল্যাটে প্রবেশ করে সকলকে হাত-বা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ তিন লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, ডাকাতি হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।