English Version
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১৮:১৫

আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালক

অনলাইন ডেস্ক
আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালক

রাজধানীর লালবাগের পোস্তায় আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন একজন রিকশাচালক। আবদুর রহমান (২০) নামে ওই রিকশাচালককে বুধবার (২৯ জুন) বিকাল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুই দল যুবক গোলাগুলি করছিল। তখন ওই এলাকায় যাত্রী নামিয়ে দেওয়ার সময় বাম উরুতে গুলিবিদ্ধ হন রহমান।

কারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল- জানতে স্থানীয়রা বলেন, “সরকারি দলের দুটি পক্ষ গোলাগুলি করেছে। তবে কী কারণে, তা এখনও জানা যায়নি।”

তবে ডিএমপির লালবাগ জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরকার গোলাগুলির এ বিষয়টি এড়িয়ে যান।