English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ২১:৪৩

উত্তরায় বাসের ধাক্কায় ২ ছাত্রসহ রিকশাচালক আহত

অনলাইন ডেস্ক
উত্তরায় বাসের ধাক্কায় ২ ছাত্রসহ রিকশাচালক আহত

উত্তরার কামারপাড়ায় প্রচেষ্টা পরিবহন নামে এক বাসের ধাক্কায় দুই ছাত্রসহ এক রিকশাচালক আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) বিকেলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন—বিবিএ শেষ বর্ষের ছাত্র শামীম আহমেদ (২৫) এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষের ছাত্র সুমন আহমেদ (২২)।

উত্তরার পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জানান, দুপুর ২টার দিকে ওই বাসটি তাদের ধাক্কা দেয়। পরে অন্য ছাত্ররা উত্তেজিত হয়ে বাসটিকে ভাঙচুর করে। এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের বেশির ভাগ অংশই পুড়ে গেছে বলে তিনি জানিয়েছেন।