English Version
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১৭:১৯

ট্রেনের টিকিট বিক্রি বন্ধ ২৫ জুন

অনলাইন ডেস্ক
ট্রেনের টিকিট বিক্রি বন্ধ ২৫ জুন

‘সোনার বাংলা’ নতুন ট্রেন উদ্বোধন কারণে রাজধানীর কমলাপুর স্টেশনে ঈদের ট্রেন টিকিট বিক্রি বন্ধ থাকবে ২৫ জুন। এরপর দিন টিকিট বিক্রি হবে।

রেলওয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার (২৩ জুন) এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার কমলাপুর স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটের নতুন ট্রেন সোনার বাংলা এক্সরেপ্রস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রি বুধবার শুরু হয়েছে।

২৫ জুন স্টেশনের কাউন্টারগুলো থেকে ৪ জুলাইয়ের টিকেট বিক্রির কথা ছিল।

রেলওয়ে ওই কর্মকর্তা বলেন, “শনিবার সকাল সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সোনার বাংলা ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে ওইদিন টিকেট বিক্রি বন্ধ থাকবে। তবে ২৬ জুন পাওয়া যাবে ৪ জুলাইয়ের টিকেট, পরদিন ২৭ জুন মিলবে ৫ জুলাইয়ের ট্রেনটিকেট।