English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৭:৫২

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চালু ২৬ জুন

অনলাইন ডেস্ক
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চালু ২৬ জুন

ঢাকা-চট্টগ্রাম রুটে যুক্ত হচ্ছে বিরতিহীন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন আগামী ২৬ জুন।  এর আগের ২৫ জুন বেলা সাড়ে ১১টায় রাজধানীর কমলাপুরে ননস্টপ এই ট্রেন সার্ভিসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে ২৬ জুন থেকে ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর ‘সিল্কসিটি’, ‘পদ্মা’ ও ‘ধূমকেতু’ ট্রেন তিনটি হতে পুরোনো কোচ সরিয়ে ভারত থেকে আমদানি করা লাল-সবুজ নতুন কোচ যুক্ত করা হচ্ছে।

এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান বলেন, ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিতসহ মোট ১৬টি কোচ থাকছে। সকাল ৭টায় ঢাকার কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। বিকেল ৫টায় একই ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে রাত ১০.৪০ টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে।

ট্রেনটিতে মোট সিট রয়েছে ৭৮০টি।

ঢাকা-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তঃনগর ধূমকেতু, সিল্কসিটি ও পদ্মা ট্রেন তিনটিতে নতুন কোচ যুক্ত হচ্ছে জানিয়ে রেলের অতিরিক্ত মহাপরিচালক বলেন, বর্তমানে এ তিনটি ট্রেনে ৮টি করে কোচ রয়েছে। নতুন সেটআপে ১২টি করে কোচ যুক্ত হচ্ছে সেগুলোতে।

নতুন ট্রেন চালু ও কোচ সংখ্যা বৃদ্ধিতে আসন্ন ঈদে জন-ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করেন রেলের এই কর্মকর্তা।

গত ১৫ জুন রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, ঈদের পূর্বেই ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে একজোড়া নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু হবে।