English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ১৮:২৫

মন্ত্রীর পদমর্যাদা পেল ঢাকা দুই মেয়র

অনলাইন ডেস্ক
মন্ত্রীর পদমর্যাদা পেল ঢাকা দুই মেয়র

আওয়ামী লীগের সমর্থনে জয়ী দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও ঢাকা উত্তরের আনিসুল হককে মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। অপরদিকে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। এই পদমর্যাদার ফলে এখন থেকেই বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (২১ জুন) তিন মেয়রের মর্যাদা নির্ধারণ করে আদেশ জারি করা হয়েছে।

দেশে ১১টি সিটি করপোরেশেন রয়েছে। কিন্তু মন্ত্রীর পদমর্যাদা পেল ঢাকার দুই মেয়র। আর উপমন্ত্রীর পদমর্যাদা পেল নারায়ণগঞ্জের মেয়র আইভি। অন্য মেয়রদের জন্য তেমন কোন ঘোষনা দেননি সরকার।

এদিকে, দেশের বেশিরভাগই বিএনপি সমর্থিত মেয়ররা নির্বাচিত। এ মেয়রদের বেশিরভাগই এখন নানা মামলায় জর্জরিত। আবার অনেকেই জেল খাটছেন। ফৌজদারি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় ইতোমধ্যে খুলনা, গাজীপুর, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়রকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।