English Version
আপডেট : ১৭ জুন, ২০১৬ ০৪:০৯

পুরান ঢাকায় নকল তার কারখানায় অভিযান সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
পুরান ঢাকায় নকল তার কারখানায় অভিযান সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিত নকল, নিম্নমানের ঝুঁকিপুর্ণ বৈদ্যুতিক তার উৎপাদন ও বিক্রয়ের অপরাধে সাড়ে পাঁচলাখ টাকা জরিমানা ও তিন লাখ  টাকার নকল ও ঝুঁকিপূর্ণ তার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা প্রশাসন, প্রথম আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে পুরান ঢাকার নবাবপুর রোডের বিসমিল্লাহ ইলেক্টিক মার্কেটে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নবাবপুর রোডের বিসমিল্লাহ ইলেক্টিক মার্কেটে বাংলাদেশ রিয়েল ডমেস্টিক ইন্ডাস্ট্রিজ (বি আর ডি) ও এল জি ইলেক্ট্রিক ইন্ডাসট্রিজ দীর্ঘদিন যাবৎ বিএসটিআইয়ের অনুমোদন ব্যাতীত নকল, নিম্নমানের ঝুঁকিপুর্ণ বৈদ্যুতিক তার উৎপাদন ও বিক্রয় করে আসছিল। কারখানায় ও  গোডাউনে অভিযান চালিয়ে দেশের বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের যেমন বিআরবি, প্যারাডাইস ও বিজলি প্রতিষ্ঠানের হুবহু নকল নিম্নমানের বৈদ্যুতিক তার ও তার তৈরির সরঞ্জাম পাওয়া যায়। বাংলাদেশ রিয়েল ডমেস্টিক ইন্ডাস্ট্রিজ (বি আর ডি) প্রতিষ্ঠানের মালিককে তিনলাখ টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড ও এল জি ইলেক্ট্রিক ইন্ডাসট্রিজ এর মালিককে আড়াই লাখ টাকা জরিমানা অনাদায়ে আড়াই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। প্রথম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান আসহাব বলেন, প্রতিষ্ঠানটিকে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারী করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল তার উদ্ধার করা হয়। তারগুলো নকল ও নিম্নমানের হওয়ায় গ্রাহকরা কিনে প্রতারিত হচ্ছেন। গুনগতমানের সমস্যা থাকায় এসব নিম্নমানের তারের কারণে সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকা-সহ নানা বিপদ আপদ ঘটে থাকে। নকল ও ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরো উপস্থিত ছিলেন,  প্রথম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জিসানুল হক ও বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রাশেদ আল মামুন।