English Version
আপডেট : ১৭ জুন, ২০১৬ ০৪:০৫

১৪ দলের প্রস্তুতি সভায় অনুপস্থিত দুই মেয়র

নিজস্ব প্রতিবেদক
১৪ দলের প্রস্তুতি সভায় অনুপস্থিত দুই মেয়র

১৯ মে দেশে চলমান গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। এ কর্মসূচি সফল করতে প্রায় প্রতিদিনই প্রস্তুতি সভা করছে জোটটি। এরই ধারাবাহিকতায় আজ ছিল কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, দুই সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে যৌথসভা। কিন্তু আজকের এ যৌথসভায় উপস্থিত ছিলেন না ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

আওয়ামী লীগ দপ্তর সূত্রে জানা গেছে, বৈঠক সম্পর্কে দুই মেয়রকে আগেই জানানো হয়েছে কিন্তু তারা কেন আসেন নাই সেটা তাদের অজানা।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একজন কর্মকর্তা ঢাকাটাইমসকে বলেন, দলের পক্ষ থেকে গতকালই আমরা দুই মেয়রকে শিডিউল জানিয়ে দিয়েছিলাম। কিন্তু তারা আসেননি। আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, বিভিন্ন সময় দল কিংবা জোটের পক্ষ থেকে মেয়রদের সঙ্গে যৌথসভার আয়োজন করা হয়। কিন্তু তার বেশির ভাগ সভায় উপস্থিত থাকেন না উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। অন্যদিকে মাঝেমধ্যে কিছুসভায় উপস্থিত থাকেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।  

পরে বিষয়টি জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি ফোনটি ধরেননি।  

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের ব্যক্তিগত ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

বিষয়টি জানতে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম কোন মন্তব্য করেন নাই।